শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’র তাণ্ডবে লণ্ডভণ্ড মিয়ানমারের রাখাইন রাজ্য। প্রচণ্ড বৃষ্টি ও বাতাসে বহু গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। ঘর ও গাছ চাপা পড়ে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অঞ্চলটি বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ইন্টারনেট সেবাও। উপকূলীয় শহরের অনেক রাস্তা এবং আবাসিক এলাকায় বন্যার কারণে পানিবন্দি হয়ে পড়ে সেখানকার বাসিন্দারা।

রোববার দুপুরে মিয়ানমার উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এ সময় বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২৫৯ কিলোমিটার পর্যন্ত উঠেছিলো। যা ক্যাটাগরি ফাইভ হারিকেনের সমতুল্য।

৩ লাখের বেশি মানুষ রয়েছেন আশ্রয়কেন্দ্রে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, এক দশকেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি।