ইন্দোনেশিয়ায় দুই দিনের আলোচনা শেষে শনিবার মিয়ানমারের সামরিক সরকারের প্রতি পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার মন্ত্রীরা। দুই বছর আগে রাজনৈতিক সংকটের অবসানে এই শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছিল দেশটির সামরিক সরকার ।
চলতি বছর ১০ সদস্যের আসিয়ান জোটের সভাপতির দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। এ বছরের শেষ দিকে জোটভুক্ত দেশগুলোর সরকার বা রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে বার্ষিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। তবে মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমার পরিস্থিতিই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। দুই বছর আগে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে।
সামরিক শাসনাধীন মিয়ানমার এখনো আসিয়ানের সদস্য হিসেবে রয়েছে। তবে সামরিক বাহিনী ও অভ্যুত্থান-বিরোধী আন্দোলনকারীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্র“ত পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় শীর্ষ পর্যায়ের বৈঠকে সামরিক সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না।
আসিয়ানের এবারের বৈঠকে উপস্থিত ছিলেন না মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে। বৈঠকে‘অরাজনৈতিক প্রতিনিধি’ পাঠানোর প্রস্তাব দিলে সামরিক সরকার তা প্রত্যাখ্যান করে। নেপিডোর সঙ্গে যোগাযোগ স্থাপনে নিম্নপদস্থ কর্মকর্তা পর্যায়ে সংলাপের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি বিশেষ দূতের দপ্তর খোলার ঘোষণা দিয়েছে জাকার্তা।