মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায়। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মংডু থেকে আসা বিকট শব্দে টেকনাফ পৌর, হ্নীলা, সদর ও সাবরাং এলাকার মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন। সর্বশেষ ৩ নভেম্বর এমন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিয়ানমার-ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার থেকে অব্যাহত হামলায় শহরে সামরিক বাহিনীর সদস্যসহ আটকা পড়ছে বহু মানুষ।

এছাড়া, মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষমতাসীন সেনা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার আরাকান আর্মি জানায়, রাখাইনের চারটি শহর নিয়ন্ত্রণে আনার পথে তারা। এরইমধ্যে অ্যান শহরে জান্তাদের ৮টি ঘাঁটি, সামরিক হাসপাতাল ও অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। বাকি তিনটি শহরও চারপাশ থেকে ঘিরে ফেলেছে বিদ্রোহীরা।

মিয়ানমারের আরেক বিদ্রোহী গোষ্ঠী বার্মা ন্যাশনাল রেভুল্যুশন আর্মিও অঞ্চলটির প্রশাসনিক কার্যালয় এবং পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে জান্তা বাহিনীও।

তবে হারানো এলাকা ফিরে পেতে মুখোমুখি সংঘর্ষে না জড়িয়ে অতর্কিত বিমান হামলা চালাচ্ছে সেনা বাহিনী। এতে হতাহত হচ্ছেন বেসামরিক নাগরিকরা। এমনকি অ্যান এবং তাউংগুপে শহরে প্রতিরক্ষার কাজে জোরপূর্বক ৬০০ রোহিঙ্গাকে নিযুক্ত করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।