সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার উদ্যোগ দিয়েছে মিয়ানমার সরকার। ইয়াঙগুন ও নেপিদোর সব সরকারি বিভাগকে যোগ্য কর্মীদের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে জান্তা সরকার।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, ইয়াঙগুনের আঞ্চলিক সরকারের জারি করা একটি ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, মন্ত্রীসভা ওই অঞ্চলের সব সরকারি বিভাগকে ১৯শে ফেব্র“য়ারির মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষ কর্মীদের এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী নারী কর্মীদের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে।
এরপরের নির্দেশনায় আঞ্চলিক সরকার বিভাগগুলোকে ২১শে ফ্রেব্র“য়ারির মধ্যে সব প্রাসঙ্গিক বিবরণসহ তালিকার হার্ড এবং সফট কপি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশনার পর সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
এরআগে, বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেয়ার আইন ঘোষণা করেছেন জান্তা সরকার। ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীদের অবশ্যই দুই বছর পর্যন্ত সামরিক পরিষেবা দিতে হবে। এছাড়া, অনূর্ধ্ব ৪৫ বছর বয়সী বিশেষজ্ঞ যেমন- চিকিৎসক, প্রকৌশলীদের অবশ্যই তিন বছর সামরিক পরিষেবা দিতে হবে।
মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাত প্রকট আকার ধারণ করেছে। বিদ্রোহীদের কাছে পরাস্ত হয়ে বহু সেনাঘাঁটি ও সেনাসদস্য হারিয়েছে মিয়ানমার। এমন অবস্থায় নিজেদের লোকবল বাড়াতে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে সেদেশের সেনা সরকার।