মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশের নান নেইন গ্রাম ও সেখানকার একটি বৌদ্ধ মঠে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে ২৮ জন নিহত হয়েছেন। বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স- কেএনডিএফ এই দাবি করেছে।
তারা জানিয়েছে, শনিবার বিকেলে মিয়ানমারের বিমান থেকে গ্রামটির আকাশ সীমায় প্রবেশ করে কয়েক দফা গোলাবর্ষণ করে। এ সময় গ্রামবাসীদের অনেকেই প্রাণ বাঁচাতে পাশের জঙ্গলে ও মঠে আশ্রয় নেয়। সেই মঠেও গোলাবর্ষণ চালায় সেনারা। তখনই এই প্রাণহানির ঘটনা ঘটে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সেনা ও বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নাম নিন গ্রামটি শান প্রদেশ কায়াহ প্রদেশের দিকে একটি প্রধান রাস্তা। সামরিক বাহিনী মনে করে, তাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রুট।