মিয়ানমারের সেন্ট্রাল টাউন সাগাইংয়ে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। গতকাল মঙ্গলবার সকালে যুদ্ধবিমান ও মিগ-৩৫ হেলিকপ্টার নিয়ে হামলা করে তারা।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার সময় সাগাইং এলাকার একটি প্রশাসনিক অফিসের উদ্বোধনের জন্য সমবেত হচ্ছিলো বাসিন্দারা। ওই হামলায় নিহত হয়েছে ২০ থেকে ৩০ জন নারী ও শিশু। এছাড়াও হতাহত হয়েছেন বহু নিরপরাধ বেসামরিক নাগরিক। এতে আহত হয়েছে আরও অনেকে।

এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। ঘটনাস্থলে বেসামরিক পোশাকধারী অভ্যুত্থানবিরোধী যোদ্ধা ছিলো বলে অভিযোগ করে দেশটির সেনাবাহিনী। এদিকে, এই ‘জঘন্য কর্মকাণ্ড’ যুদ্ধাপরাধের শামিল বলেও মন্তব্য করেছে জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার- এনইউজি।