মিয়ায়নমারে চলমান সংঘাতের জেরে বাংলাদেশের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সা¤প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আজ রোববার বৈঠক করেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান। পরে সচিবালয়ে সংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্তণালয়ের মাধ্যমে মিয়ানমারের সাথে যোগাযোগ চলছে। যাতে তারা এদেরকে নিয়ে যান। এই যুদ্ধ কতদিন চলবে জানি না। তবে সীমান্ত পার হয়ে কাউকে দেশে ঢুকতে দেয়া হবে না। বিজিবিকে সেই নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ বাহিনী ও কোস্টগার্ডকে সতর্ক করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা কারো সাথে যুদ্ধে জড়াতে চাই না। আমরা যুদ্ধও চাই না। তার মানে এই নয়, কেউ এসে আমাদের গায়ের ওপরে পড়ে যাবে আর ছেড়ে দেবো। তেমন পরিস্থিতি তৈরি হলে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।