মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশি নৌযান লক্ষ্য করে গুলি করা হচ্ছে। এ কারণে গত পাঁচদিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত চলছে। এই সংঘাতের আচ এসে পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। গত বুধবার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনায় বাংলাদেশি একটি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হয়।

এই ঘটনার পর সেন্টমার্টিন রুটে স্পিড বোট ও ট্রলার চলাচল বন্ধ করে দেয় মালিকপক্ষ। মঙ্গলবারও ওপার থেকে গুলি করা হয়েছে। এ কারণে যোগাযোগ বিচ্ছিন্ন ১০ হাজার মানুষের বাসের এই দ্বীপ। দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। সমস্যার দ্রুত সমাধান না হলে সংকট বাড়বে বলে আশঙ্কা করছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ।

বিকল্প রুটে নৌযান চালুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

জাহাজ চলাচল বন্ধ রাখায় দ্বীপটিতে এখন কোনো পর্যটক আটকে নেই বলেও জানিয়েছেন তিনি।