কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশী দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।

আহতরা হলেন, শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক (৩৫) ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০)।

আহত জেলেদের স্বজনরা জানান, রোববার সকালে মাছ ধরার জন্য ১০ জন জেলে নাফনদীতে যায়। এসময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়। জেলেদের দাবী তারা বাংলাদেশের জলসীমায় ছিলেন। রোববার দুপুর ১ টার দিকে আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সুরাইয়া ইয়াছমিন জানান, “আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত। তাকে টেকনাফে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপর জন ফারুকের হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। আঘাত গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

বিষয়টি নিয়ে বিজিবি বা কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।