বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী পহেলা ও তেসরা মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে।

এর আগে গতকাল শুক্রবার সকালে ঢাকায় এসে শনিবার থেকেই সিরিজের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল ভেন্যু এবং একাডেমি গ্রাউন্ডে ইংলিশরা প্রথম দিন অনুশীলন করে।

বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটু আগেই ঢাকা এসেছে ইংলিশরা। এখানকার পিচ স্পিন সহায়ক থাকে, তাই সেই পরিকল্পনা মাথায় রেখেই ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে। ওয়ানডে’র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাত বছর পর বাংলাদেশে এসেছে। ২০১৬ সালে দু’দলের সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ইংলিশরা জিতেছিলো।