চট্টগ্রামের মিরসরাইয়ে জিয়াউল হাসান জুয়েল (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (বুধবার) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিয়াউল হাসান জুয়েল মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে।
মিরসরাই থানার উপপরিদর্শক মোহাম্মদ হাসান জানান, বুধবার রাতে হাদিমুছা এলাকার রাজাপুর নতুন রাস্তায় জুয়েলকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মিঠাছড়া জেনারেল হাসপাতালে ও পরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলমগীর হোসেনে জানান, তার ছেলে বুধবার রাত ১০টার দিকে স্থানীয় দারোগার বাজার থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা উদ্ধার করে জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েল স্থানীয় ছাত্রলীগ রাজনীতিতে সক্রিয় ছিল। তবে ছাত্রলীগের কোনো পদে ছিল না। সে এলাকায় ইট, মাটি ও বালু সরবরাহের কাজ করত বলে জানান তার বাবা।
উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ফাহিম জামাল জানান, জুয়েলকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। তার বাম পায়ের রগ কাটা ছিল, বুক ও হাঁটুর নিচে ছুরি দিয়ে কোপানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ফুসফুসে আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।