মিরপুরে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৭২ রানের লক্ষ্য দিয়েছ বাংলাদেশ। মাহমুদউল­াহ ও মিরাজের ব্যাটে ভর করে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৭ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে গিয়েছিল বেশ বিপদে। দলীয় ৬৬ রান তুলতেই চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ফিরে যান মুশফিকুর রহিম ও আফিফ হোসেনকেও। ৩৭ওভারশেষে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ব্যাট হাতে এগিয়ে নেয় মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল­াহ রিয়াদ।

তবে ৪৭ তম ওভারে উমরান মালিকের করা প্রথম বলে ক্যাচ তুলে দেন রিয়াদ। এর আগে ৯৬ বলে ৭৭ রান সংগ্রহ করেন তিনি। এর পর মেহেদীর সাথে বাকি কাজ শেষ করেন নাছুম আহমেদ। তার মারমুখি ব্যাটে ১১ বলে ১৮ রান আসে। আর মিরাজ করেন ৮৩ বলে ১০০ রান।

এর আগে বুধবার শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। লিটনের সঙ্গে আজ ওপেন করেন এনামুল হক বিজয়। শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু সেই ভালোটা বেশিক্ষণ রইলো না। ৯ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করে বিজয় আউট হয়। বিজয়ের পর লিটন দাসকেও সাজঘরের পথ দেখান মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই পেসারের বলে বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক (২৩ বলে ৭)।

ইনিংসের ১৪তম ওভারে নাজমুল হোসেন শান্তকে পেয়ে আর উইকেট তুলে নিতে দেরি করেননি উমরান। প্রথম বলেই তিনি ১৫১ কিলোমিটার/ঘণ্টা গতির এক বলে ভেঙে দেন শান্তর স্টাম্প। ৩৫ বলে ৩ বাউন্ডারিতে ২১ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। এরপর সাকিব বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়াশিংটন সুন্দরকে স্লগ সুইপ করতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন তিনি। ২০ বলে ৮ রানেই থামে অভিজ্ঞ এই ব্যাটারের ইনিংসটি।

এরপর এক ওভারে জোড়া উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। মুশফিক খেলছিলেন বেশ দেখেশুনে। সুন্দরের ঘূর্ণিতে তার প্রতিরোধও ভেঙে যায় ১৯তম ওভারে। ২৪ বলে ২ বাউন্ডারিতে মুশফিকের ব্যাট থেকে আসে ১২ রান। এর পর মেহেদী হাসান মিরাজ আর মাহমুদ উল­াহর ব্যাটে আড়াই শত রান পার করে বাংলাদেশ।