বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ শে অক্টোবর) রাতে রাজধানীর শাজাহানপুর থানার শহীদবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির মহাসমাবেশের দিন পুলিশকে পিটিয়ে হত্যা এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর শাজাহানপুর থানায় মামলা করে পুলিশ। এতে মির্জা আব্বাসসহ বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলায় মির্জা আব্বাস ও আলালকে গ্রেফতার দেখানো হয়েছে।