বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসেন। এসময় মির্জা ফখরুল ইসলাসহ বাসার সবার সাথে কথা বলে। পরে বাসার সিসি ক্যামেরার ফুটেজ, হার্ডডিস্ক নিয়ে চলে যায়। তার দশ মিনিট পর আবার ফিরে এসে আটক করে নিয়ে যায় মির্জা ফখরুলকে।
তিনি জানান, মির্জা ফখরুল প্রচন্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল।
গতকাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে নেতাকর্মীদের পুলিশ সরিয়ে দেওয়ার পর রোববার সারাদেশে হরতালের ঘোষণা দেয় বিএনপি।
রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন, ‘শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের পরিকল্পিত তাণ্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও ন্যক্কারজনক। বিএনপির মহাসমাবেশের কর্মসূচি ঘোষণার পর থেকে আওয়ামী লীগের নেতা ও পুলিশের বক্তব্যেরই প্রতিফলন এই সশস্ত্র ও রক্তাক্ত আক্রমণ।’
এর আগে গত বছর ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে ৯ ডিসেম্বর ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
তুলে নেওয়ার পর বিকেলে তাদের পুলিশের ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখায় ডিবি।