‘পাকিস্তান আমল ভালো ছিলো’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কথা প্রমাণ করে তিনি বাংলাদেশে রাজনীতি করার অযোগ্য। তিনি মুক্তিযুদ্ধ স্বাধীনতা, ও শহীদদের প্রতি অবমাননা করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার (১০ই অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় ‘১০ ডিসেম্বরের পর খালেদার নির্দেশে দেশ চলবে’-বিএনপি নেতা আমান উল্লাহ আমান স্বপ্ন দেখে এমন কথা বলে ফেলেছেন বলে মন্তব্য করেছেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমান উল্লাহ আমান সম্ভবত স্বপ্ন দেখেছেন। তিনি হয়ত এ ধরনের কিছু একটা স্বপ্নে দেখেছেন, তখন তিনি বলে ফেলেছেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় কারাগারের বাইরে আছেন। আমান সাহেবরা যদি এমন উল্টা-পাল্টা স্বপ্ন দেখতে থাকেন তাহলে সরকারকে ভাবতে হবে প্রধানমন্ত্রী যে কৃপা বা বদান্যতা দেখিয়েছেন সেটি আদৌ দেখানো প্রয়োজন কি না, নাকি তাকে কারাগারে পাঠাতে হবে’।
এসময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সুলতানা কামালের অনেক বক্তব্য একমত হওয়ার মতো নয়। সেক্ষেত্রে তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করা যেতে পারে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করা সমীচীন নয়। তাকে নিয়ে রিজভীর দেওয়া বক্তব্য শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত।
এ সময় তিনি বলেন, যাদের জন্ম বন্দুকের নলের মাধ্যমে, যারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।