মিসরে লোহিত সাগরের একটি সমুদ্রবন্দরে রোমান যুগের গৌতম বুদ্ধের মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ মিশন মূর্তিটি উদ্ধার করা হয়েছে। লোহিত সাগরের বেরেনিস শহরের একটি প্রাচীন সমুদ্রবন্দর থেকে এটি উদ্ধার করা হয়। এটি ভারতীয় কলা-কৌশলে তৈরি। এই বোদ্ধমূর্তিটি উচ্চতায় ২৮ ইঞ্চি। এর মাথায় একটি টায়রা রয়েছে। বুদ্ধমূর্তিটির বাম পাশে রয়েছে একটি পদ্ম পাতা। তবে এর ডান পাশ নেই।

এটি উদ্ধারের মাধ্যমে রোমান যুগে ভারতের সঙ্গে মিসরের ব্যবসা-বাণিজ্য জারি থাকার বিষয়টি আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বেরেনিস মিসরের রোমান যুগের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। এ বন্দরে ভারতের জাহাজ ভিড়ত। এসব জাহাজে করে ভারত থেকে মসলা, আধা-মূল্যবান পাথর, তৈরি পোশাক ও হাতির দাঁত আনা হতো।