বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্র“ সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্র“ হেডম্যানপাড়া সীমান্তের ৩৫ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমার সীমান্তে মাইনটি বিস্ফোরিত হয়।

আহত অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) তুমব্র“ হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যার ছেলে। তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, তুমব্র“ এলাকার ৩৫নং পিলারের মিয়ানমার সীমান্তে দুই বাংলাদেশি যুবক গরু আনতে গেলে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এসময় অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যার বাঁ গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় তাকে।