দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার (১৩ অক্টোবর) দেশজুড়ে রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাবে এটি। তার আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে হাজির হয়ে ‘মুজিব’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবি দেখার আগে এর মুক্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ‘মুজিব’র সঙ্গে সংশ্লিষ্ট নির্মাতা, কুশলী ও শিল্পী সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দৃপ্ত উচ্চারণ দেশে বিদেশে এখন সবারই পরিচিত। কিন্তু তার বেড়ে ওঠা গোপালগঞ্জের ছোট্ট খোকা থেকে গোটা বাঙ্গালী জাতির আন্তরে আসন করে নেয়া, সসস্ত্র পাকিস্তানিদের বিরুদ্ধে বলিষ্ট সংগ্রাম, আত্মত্যাগ, ধীরে ধীরে নেতৃত্বের শীর্ষে উঠে আসা এবং বাংলাদেশ নামক জাতি-রাষ্ট্র সৃষ্টির অনেক আজানা অধ্যায়ই জানেনা নতুন প্রজন্ম। বঙ্গবন্ধুর সেইসব জানা আজানা গল্পগাথা নিয়েই নির্মিত হয়েছে তাঁর জীবনী ভিত্তিক চলচ্চিত্র- মুজিব: একটি জাতির রূপকার।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির শুভ মুক্তির জন্য বৃহস্পতিবার আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমাটির শুভমুক্তি ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার করে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা করা হয়েছিলো। কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।

চলচ্চিত্রটি নির্মাণের সাথে জরিত সব কলাকুশলীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন বঙ্গবন্ধু ও পরিবারের অনেক অজানা গল্প দেশবাসী জানতে পারবে এই চলচ্চিত্রে।

এসময় তার সাথে ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আরেফিন শুভ এবং নুসরাত ফারিহা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতে খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। শুক্রবার সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একসাথে মুক্তি পাবে সিনেমাটি। ভারতে মুক্তি পাবে আগমী ২৭শে অক্টোবর।