যুক্তরাষ্ট্রভিত্তিক রেটিং এজেন্সি মুডি’স ইনভেস্টরস সার্ভিস গতকাল বাংলাদেশের ব্যাংকিং খাতকে ‘নেতিবাচক’ ক্যাটাগরি থেকে ‘স্থিতিশীল’ ক্যাটাগরিতে রেটিং দিয়েছে। যা দেশের ব্যাংকিং খাত এবং অর্থনীতির জন্য একটা সুখবর। কারণ, মুডি’স এর রেটিং এর ভিত্তি করেই বিশ্বের বড় বড় বিনিয়োগ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কোন দেশের সাথে লেনদেনের সিদ্ধান্ত নিয়ে থাকে।

এক প্রতিবেদনে মুডি’স এর বিশ্লেষকরা বাংলাদেশের ব্যাংকিং খাত সম্পর্কে বলেন, “চলমান অ্যাসেট-কোয়ালিটি জটিলতা সত্ত্বেও বাংলাদেশের ব্যাংকিং খাত তারল্য সঙ্কট অনেকটাই দুর করতে পেরেছে।” নেট ইন্টারেস্ট মার্জিন এবং ঋণের খরচ স্থিতিশীল থাকায় বাংলাদেশের ব্যাংকগুলোর মুনাফা অর্জনে সমস্যা হবে না বলেও মন্তব্য করে মুডি’স।

বাংলাদেশের ব্যাংকগুলো সহসা মূলধন সঙ্কটে পড়বে না বলেও মনে করে মুডি’স এর বিশ্লেষকরা। কারণ হিসেবে তার বলছে, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ মূলধন আহরণ প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ।

বাংলাদেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল মনে করার পেছনে সরকারের তরফ থেকে ব্যাংকগুলোকে ধারাবাহিকভাবে সহযোগিতা দিয়ে যাওয়ার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে মুডি’স।