মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে ১৫ শ্রমিক নিয়ে একটি ধান বোঝাই ট্রলার ডুবে গেছে। এসময় অন্যদেরকে উদ্ধার করা গেলেও দুই জন শ্রমিক নিখোঁজ রয়েছে। শনিবার (২১ মে) সকাল ৬টার দিকে মাঝ নদীতে পদ্মা সেতুর কাছে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, দাদন হোসেন (৪০) ও হেলাল উদ্দিন (৩৫)।

উদ্ধারকারী ঢাকার ডুবুরী দলের সাব-অফিসার মো. আবুল খায়ের জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে ধান বোঝাই করে ট্রলারটি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাঝ পদ্মায় প্রচন্ড ঝড় ও স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১৫ জনের মধ্যে ১৩ জনকে স্থানীয়রা তাৎক্ষনিক স্পিডবোট ও ট্রলারের সাহায্যে উদ্ধার করে। এ সময় দুইজন নিখোঁজ হন।

আবুল খায়ের বলেন, নিখোঁজ দুইজনের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে। কারণ নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ঘটনাস্থলে কাজ করা যাচ্ছে না। ঢাকা থেকে ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযানে এসেছে। নদীতে স্রোত সহনীয় না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছেনা। পরিস্থিতি অনুকুলে আসলে নিখোঁজদের উদ্ধার কাজ শুরু করা হবে

ফায়ার সার্ভিসের ডুবুরিদলের প্রধান আবুল খায়ের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধারে নামবে ডুবুরিদল।