মুন্সীগঞ্জ সদরে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সদরের ইদ্রাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
অগ্নিদগ্ধরা হলেন- রিজভি আহমেদ রাসেল (৪২) ও রোজিনা বেগম (৩৫) (তারা একে অন্যের স্বামী-স্ত্রী), তাদের শিশু সন্তান রাইয়ান আহমেদ (৩) এবং রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তারা ওই ভবনের ভাড়াটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো মোস্তফা মোহসিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।’
ওই এলাকার বাসিন্দা মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা রানু বলেন, ‘সকালে বিস্ফোরণের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রিজভি আহমেদ রাসেল, রোজিনা বেগম ও তাদের শিশু সন্তান রাইয়ান আহমেদকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে পাঠিয়ে মুন্সীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ।’