মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে সুপার ফর্মিকা এন্ড লমিনেশন নামের একটি কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৪শে মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের সিকিরগাও এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লার মোট ১২টি ইউনিট একসাথে কাজ করে।
প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ওই কারখানার ৫জন শ্রমিক। তবে আগুনের উৎস ও কারণ জানা যায়নি। এদের মধ্যে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷
জানা গেছে, কারখানাটি প্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে ওই গোডাউনে রেখেছিলো। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা আশপাশে ছড়িয়ে পরে। এতে নদীর তীরে নোঙ্গর করা একটি পাটখড়ির ট্রলারে আগুন লেগে যায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজিব খান জানান, দুপুর একটার দিকে আগুন লাগার খবর পাই। কি কারণে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।