চট্টগ্রামে বৃষ্টি বাধা পেরিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (১৮ই মে) সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটির। তবে বৃষ্টির কারণে ৩০ মিনিট পর খেলা শুরু হয়।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের চেয়ে ৭৯ রানে পিছিয়ে ছিল টাইগার বাহিনী। হাতে এখনো আছে সাতটি উইকেট। চতুর্থ দিন দেখার হলো এই জুটিতে বাংলাদেশ কতদূর যেতে পারে। স্বাগতিক দল চাইবে যতদূর সম্ভব বড় লিডে অগ্রসর হতে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৭ রান। সফরকারীদের থেকে মাত্র ৫০ রানে পিছিয়ে আছে মুশফিকরা।
বাংলাদেশ ৫০ রানে পিছিয়ে থাকলেও মুশফিক-লিটনের প্রতিরোধ গড়া জুটিতে এই রান টপকে যাওয়া এখন সময়ের ব্যাপার। বরং তাদের জুটিই স্বাগতিকদের অবস্থানকে আরও সম্ভাবনাময় করে তুলেছে।
এর আগে তৃতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে পুরোটা সময় কর্তৃত্ব করেছে বাংলাদেশ। প্রথম সেশনে বিনা উইকেটে ১৫৭ রানের পর দ্বিতীয় সেশনে পড়ে শুধু ৩ উইকেট। এর পর লঙ্কানরা বাংলাদেশকে আর বিপদে ফেলতে পারেনি। তামিম রিটায়ার্ড হার্ট হলে শেষ সেশনে দাপুটে একটি দিন কাটাতে পেরেছে মুশফিক-লিটনের প্রতিরোধেই। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৭ ওভারে ৩ উইকেটে ৩১৮ রান।
তার আগে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ কওে শ্রীলঙ্কা। নাঈম নিয়েছিলেন ৬ উইকেট।