বরগà§à¦¨à¦¾à¦° আলোচিত রিফাত শরীফ হতà§à¦¯à¦¾ মামলায় মৃতà§à¦¯à§à¦¦à¦£à§à¦¡à¦ªà§à¦°à¦¾à¦ªà§à¦¤ আসামি নিহতের সà§à¦¤à§à¦°à§€ আয়েশা সিদà§à¦¦à¦¿à¦•à¦¾ জামিন চেয়ে হাইকোরà§à¦Ÿà§‡ আবেদন করেছেন। গত সপà§à¦¤à¦¾à¦¹à§‡ মিনà§à¦¨à¦¿à¦° করা ঠজামিন আবেদনের ওপর বিচারপতি মোসà§à¦¤à¦«à¦¾ জামান ইসলামের নেতৃতà§à¦¬à¦¾à¦§à§€à¦¨ হাইকোরà§à¦Ÿ বেঞà§à¦šà§‡ আজ শà§à¦¨à¦¾à¦¨à¦¿ হতে পারে।
সোমবার (৩০ মে) অà§à¦¯à¦¾à¦¡à¦à§‹à¦•à§‡à¦Ÿ মো. শাহীনà§à¦œà§à¦œà¦¾à¦®à¦¾à¦¨ বিষয়টি নিশà§à¦šà¦¿à¦¤ করেছেন। ঠবিষয়ে হাইকোরà§à¦Ÿà§‡à¦° বিচারপতি মোসà§à¦¤à¦«à¦¾ জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞà§à¦šà§‡ শà§à¦¨à¦¾à¦¨à¦¿ হওয়ার কথা রয়েছে। à¦à¦° আগে গত ১৯ জানà§à§Ÿà¦¾à¦°à¦¿ বরগà§à¦¨à¦¾à¦° আলোচিত রিফাত শরীফ হতà§à¦¯à¦¾ মামলায় মৃতà§à¦¯à§à¦¦à¦£à§à¦¡à¦ªà§à¦°à¦¾à¦ªà§à¦¤ আয়শা সিদà§à¦¦à¦¿à¦•à¦¾ মিনà§à¦¨à¦¿ খালাস চেয়ে আপিল করেন।
২০২০ সালের ৩০ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° বরগà§à¦¨à¦¾à¦° জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদà§à¦œà§à¦œà¦¾à¦®à¦¾à¦¨ ঠমামলার রায় ঘোষণা করেন। রায়ে পà§à¦°à¦¾à¦ªà§à¦¤à¦¬à§Ÿà¦¸à§à¦• ১০ আসামির মধà§à¦¯à§‡ মিনà§à¦¨à¦¿à¦¸à¦¹ ৬ জনকে মৃতà§à¦¯à§à¦¦à¦£à§à¦¡à¦¾à¦¦à§‡à¦¶ দেন আদালত। পাশাপাশি ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার দণà§à¦¡à§‡à¦“ দণà§à¦¡à¦¿à¦¤ করেন। বাকি ৪ জনকে খালাস দেওয়া হয়।
পরে নিয়ম অনà§à¦¸à¦¾à¦°à§‡ à¦à¦•à¦‡ বছরের ৪ অকà§à¦Ÿà§‹à¦¬à¦° ছয় আসামির মৃতà§à¦¯à§à¦¦à¦£à§à¦¡à¦¾à¦¦à§‡à¦¶ অনà§à¦®à§‹à¦¦à¦¨à§‡à¦° জনà§à¦¯ ডেথ রেফারেনà§à¦¸ হাইকোরà§à¦Ÿà§‡ পৌà¦à¦›à§‡à¥¤ পাশাপাশি ৬ অকà§à¦Ÿà§‹à¦¬à¦° মিনà§à¦¨à¦¿à¦¸à¦¹ অনà§à¦¯ আসামিরা আপিল করেন।
মৃতà§à¦¯à§à¦¦à¦£à§à¦¡à¦ªà§à¦°à¦¾à¦ªà§à¦¤ আসামিরা হলেন— মো. রাকিবà§à¦² হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়à§à¦® ওরফে রাবà§à¦¬à§€ আকন, মোহাইমিনà§à¦² ইসলাম সিফাত, রেজোয়ান আলী খাà¦à¦¨ হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদà§à¦¦à¦¿à¦•à¦¾ মিনà§à¦¨à¦¿à¥¤
২০১৯ সালের ২৬ জà§à¦¨ সকাল সাড়ে ১০টার দিকে বরগà§à¦¨à¦¾ সরকারি কলেজ রোডের কà§à¦¯à¦¾à¦²à¦¿à¦•à§à¦¸ à¦à¦•à¦¾à¦¡à§‡à¦®à¦¿à¦° সামনে সà§à¦¤à§à¦°à§€ মিনà§à¦¨à¦¿à¦° সামনে রিফাত শরীফকে কà§à¦ªà¦¿à§Ÿà§‡ জখম করে নয়ন বনà§à¦¡ ও রিফাত ফরাজীর সহযোগীরা। গà§à¦°à§à¦¤à¦° অবসà§à¦¥à¦¾à§Ÿ রিফাতকে বরগà§à¦¨à¦¾ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উনà§à¦¨à¦¤ চিকিৎসার জনà§à¦¯ তাকে বরিশাল শেরে বাংলা মেডিকà§à¦¯à¦¾à¦² কলেজ হাসপাতালে à¦à¦°à§à¦¤à¦¿ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবসà§à¦¥à¦¾à§Ÿ রিফাত মারা যান।
à¦à¦°à¦ªà¦° রিফাতের বাবা দà§à¦²à¦¾à¦² শরীফ বাদী হয়ে সাবà§à¦¬à¦¿à¦° আহমà§à¦®à§‡à¦¦ ওরফে নয়ন বনà§à¦¡à¦•à§‡ পà§à¦°à¦§à¦¾à¦¨ আসামি করে ১২ জনের নাম উলà§à¦²à§‡à¦– ও অজà§à¦žà¦¾à¦¤ আরও পাà¦à¦š/ ছয়জনের বিরà§à¦¦à§à¦§à§‡ বরগà§à¦¨à¦¾ থানায় হতà§à¦¯à¦¾ মামলা করেন। ঠমামলায় পà§à¦°à¦¥à¦®à§‡ মিনà§à¦¨à¦¿à¦•à§‡ পà§à¦°à¦§à¦¾à¦¨ সাকà§à¦·à§€ করেছিলেন নিহত রিফাতের বাবা।
পরে ২ জà§à¦²à¦¾à¦‡ à¦à§‹à¦°à§‡ জেলা সদরের বà§à§œà¦¿à¦°à¦šà¦° ইউনিয়নের পà§à¦°à¦¾à¦•à¦¾à¦Ÿà¦¾ ফেরিঘাট à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° সঙà§à¦—ে ‘বনà§à¦¦à§à¦•à¦¯à§à¦¦à§à¦§à§‡â€™ পà§à¦°à¦§à¦¾à¦¨ আসামি নয়ন বনà§à¦¡ (২৫) নিহত হন।
হতà§à¦¯à¦¾à¦•à¦¾à¦£à§à¦¡à§‡à¦° ২০ দিন পর ওই বছরের ১৬ জà§à¦²à¦¾à¦‡ মিনà§à¦¨à¦¿à¦•à§‡ তার বাবার বাসা থেকে বরগà§à¦¨à¦¾ পà§à¦²à¦¿à¦¶ লাইনে নিয়ে জিজà§à¦žà¦¾à¦¸à¦¾à¦¬à¦¾à¦¦ করা হয়। পরে জিজà§à¦žà¦¾à¦¸à¦¾à¦¬à¦¾à¦¦ শেষে ঠহতà§à¦¯à¦¾à§Ÿ তার সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿà¦¤à¦¾ রয়েছে বলে মনে হওয়ায় ওইদিন রাতেই মিনà§à¦¨à¦¿à¦•à§‡ গà§à¦°à§‡à¦ªà§à¦¤à¦¾à¦° দেখায় পà§à¦²à¦¿à¦¶à¥¤
পরে à¦à¦•à¦‡ বছরের ২৯ আগসà§à¦Ÿ হাইকোরà§à¦Ÿ মিনà§à¦¨à¦¿à¦•à§‡ জামিন দেন। ১ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° ২৪ জনকে অà¦à¦¿à¦¯à§à¦•à§à¦¤ করে পà§à¦°à¦¾à¦ªà§à¦¤ ও অপà§à¦°à¦¾à¦ªà§à¦¤à¦¬à§Ÿà¦¸à§à¦•, দà§à¦‡à¦à¦¾à¦—ে বিà¦à¦•à§à¦¤ করে আদালতে অà¦à¦¿à¦¯à§‹à¦—পতà§à¦° জমা দেওয়া হয়। à¦à¦° মধà§à¦¯à§‡ পà§à¦°à¦¾à¦ªà§à¦¤à¦¬à§Ÿà¦¸à§à¦• ১০ জন à¦à¦¬à¦‚ অপà§à¦°à¦¾à¦ªà§à¦¤à¦¬à§Ÿà¦¸à§à¦• ১৪ জন রয়েছেন। ২০২০ সালের ১ জানà§à¦¯à¦¼à¦¾à¦°à¦¿ পà§à¦°à¦¾à¦ªà§à¦¤à¦¬à¦¯à¦¼à¦¸à§à¦• ১০ আসামির বিরà§à¦¦à§à¦§à§‡ চারà§à¦œ গঠন করা হয়। পরে সাকà§à¦·à§à¦¯à¦—à§à¦°à¦¹à¦£, যà§à¦•à§à¦¤à¦¿à¦¤à¦°à§à¦• শেষে ৩০ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° রায় ঘোষণা করা হয়।
অপরদিকে বিচার শেষে ২০২০ সালের ২ৠঅকà§à¦Ÿà§‡à¦¾à¦¬à¦° অপà§à¦°à¦¾à¦ªà§à¦¤à¦¬à§Ÿà¦¸à§à¦• ১৪ জনের বিষয়ে রায় ঘোষণা করেন বরগà§à¦¨à¦¾ জেলা নারী ও শিশৠআদালতের বিচারক মো. হাফিজà§à¦° রহমান। রায়ে ছয়জনকে ১০ বছরের কারাদণà§à¦¡, চারজনকে পাà¦à¦š বছর à¦à¦¬à¦‚ à¦à¦•à¦œà¦¨à¦•à§‡ তিন বছরের কারাদণà§à¦¡ দেন। বাকি তিনজনকে খালাস দিয়েছেন আদালত।