উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি বারে বন্দুক হামলার ঘটনায় নিহত হয়েছে ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৩ই মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১১ই মার্চ) রাত ১১টার পর দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের ‘এল এস্টাডিও’ নামক একটি বারে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলায়া এবং কুয়েরেতারো শহরকে সংযুক্তকারী একটি হাইওয়ের পাশেই ওই বারটি অবস্থিত। হামলার সময় একদল সশস্ত্র লোক সেখানে ঢুকে পড়লে হামলাকারীরা বারের গ্রাহক ও কর্মচারীদের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী রয়েছে বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। এই হামলায় এখন পর্যন্ত কোনো অপরাধী গোষ্ঠীকে সন্দেহ করা হয়েছে কি না তা এখনও জানা যায় নি।

এর আগে, গত বছরের নভেম্বরে দেশটির একই প্রদেশে বন্দুক হামলায় চার নারীসহ ৯ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গুয়ানাজুয়াতো বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উৎপাদন কেন্দ্র। মাদক ব্যবসায়ীদের বড় কয়েকটি চক্র সেখানে বেশ সক্রিয়। বিশেষ করে, ‘সান্তা রোসা দে লিমা’ এবং ‘জালিস্কো নিউ জেনারেশন’ নামে দুটি গ্রুপের বিরোধের কারণে রাজ্যটিতে সহিংসতা বেড়ে গেছে।