মেক্সিকোতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ জন। বৃহস্পতিবার (৬ই জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলের ওক্সাকা প্রদেশের একটি বাস রাস্তায় গতকাল বুধবার এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যের ভিত্তিতে এএফপির খবরে বলা হয়েছে, আহত ১৭ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওহাকার স্টেট প্রসিকিউটর বার্নান্দো রুদ্রিগেজ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

খাদে পড়ে যাওয়ার আগে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে ১৮ জনের মৃত্যু হয়।