মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য সাকাতেকাসে এক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার ভোররাতে রাজ্যটির এক মহাসড়কে বাসটি একটি ভূট্টাবাহী ট্র্যাক্টর-ট্রেইলারকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বাসটি রাস্তা থেকে পাশের ঢালে ছিটকে পড়ে আর ট্র্যাক্টর-ট্রেইলারটি উল্টে যায়।
বার্তা সংস্থা রয়টার্স যানায়, কর্তৃপক্ষের দাবি শনিবার ভোরে একটি ভুট্টা বহনকারী ট্রাক্টটর পিছন থেকে যাত্রীবাহি বাসটিকে থাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জাকাতেকাসের গর্ভনর ডেভিড মনরিয়াল প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে ওই দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে প্রদেশটির অ্যাটর্নি জেনারেলে কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে মৃতের সংখ্যাটি সংশোধন করা হয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, ইতোমধ্যেই ট্রাক্টারের চালককে গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রদেশটির এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকালে খাদে পড়ে থাকা বেশ কিছু লাশ উদ্ধারের চেষ্টা করা হয়েছে। বাসটি চিহুয়াহুয়া রাজ্যের মার্কিন-মেক্সিকো সীমান্তের শহর সিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। হতাহতের মধ্যে কোনো অভিবাসী ছিলনা বলে তথ্য দিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
উত্তর আমেরিকার এই দেশটিতে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।