মেক্সিকোয় একটি বারে পেট্রোল বোমা হামলায় ১১ জন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন। শনিবার ভোররাতে মেক্সিকোর উত্তরের সোনোরা রাজ্যের সীমান্তবর্তী নগরী সান লুইস কলোরাডোতে এ ঘটনা ঘটে। নারীদের প্রতি খারাপ আচরণের কারণে এক ব্যক্তিকে ওই বার থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তিই পরবর্তীতে ফিরে এসে বারে আগুন ধরিয়ে দিয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (২২ জুলাই) নিশ্চিত করেছে।
সোনোরার প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে সাত পুরুষ এবং চার নারী প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
প্রসিকিউটরের অফিস জানিয়েছে, নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করার জন্য ওই ব্যক্তিকে বার থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তিনি ফিরে এসে বারে একটি জ্বলন্ত বস্তু নিক্ষেপ করেন। সম্ভবত তিনি মোলোটভ ককটেল ছুড়ে মারেন। এতে বারে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ ওই হামলাকারীর পরিচয় জানান চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়েছে।