যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী আসরে শিরোপা জিতলো তাঁর দল এমআই নিউইয়র্ক। ফাইনালে ডালাসের গ্র্যান্ড প্র্যাইরি স্টেডিয়ামে নিকোলাস পুরানের রেকর্ড ইনিংসে সিয়াটেলকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্যের যুগে নয়া সংযোজন মেজর লিগ ক্রিকেট। এই টুর্নামেন্ট দিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে নতুন সূর্যের উদয় হয়। ছয়টি দল নিয়ে শুরু হওয়া এই আসরের ফাইনালে আজ মুখোমুখি হয় সিয়াটেল অরকাস ও এমআই নিউইয়র্ক।

সোমবার ভোরে ফাইনালে আগে ব্যাট করে ১৮৩ রানের সংগ্রহ পায় সিয়াটল। জবাবে ৩ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় পুরানের দল। ১৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুর দিকেই ওপেনার স্টিভেন টেলর বিদায় নিলে হাল ধরেন নিউইয়র্কের অধিনায়ক পুরান। ব্যাট হাতে মাত্র ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১০টি চার ও ১৩টি ছক্কায় সাজানো ইনিংস খেলে ১৬তম ওভারেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পুরান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা সিয়াটলকে দারুণ শুরু এনে দেন কুইন্টন ডি কক। ৫২ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার। ইনিংসটি ৯টি চার ও ৪টি ছক্কায় সাজিয়েছেন তিনি। বাকিরা সেভাবে সঙ্গ দিতে না পারলেও শেষদিকে ৭ বলে ২১ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ পাইয়ে দেন আরেক প্রোটিয়া ক্রিকেটার ডোয়াইন প্রিটোরিয়াস।

বল হাতে ৪ ওভারে ৯ রান খরচে ৩ উইকেট নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।