মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। রাজধানীর কাফরুল থানায় গতরাতে মামলাটি করা হয়েছে।
সোমবার (পহেলা মে) রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় সোমবার রাতে একটি মামলা দায়ের হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার এজাহারে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে আমাদের একাধিক টিম কাজ করছে।
উল্লেখ্য, রাজধানীতে মেট্রোরেল চালু হওয়ার পর এই প্রথম জানালায় ঢিল ছোড়ার মতো ঘটনা ঘটেছে। রোববার (৩০শে এপ্রিল) সকালে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী ট্রেন কাজীপাড়া স্টেশনে ঢোকার মুখে ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।