মেট্রোরেল সেবায় যাত্রীদের জন্য ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশ এবং জনস্বার্থ বিবেচনায় মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে এই সুবিধার মেয়াদ ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এরও আগে, গত ১১ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে মেট্রোরেলের টিকিটে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে এনবিআর মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেল সেবার টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান রয়েছে। মেট্রোরেল সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত হলেও গণপরিবহন হিসেবে চালু হওয়ার পর থেকেই এর মালিক প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে এই সেবায় ভ্যাট আরোপ করা হয়নি।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রথম চালু হয় ২০২২ সালের ডিসেম্বরে। বর্তমানে এটি মতিঝিল পর্যন্ত পুরোদমে চলাচল করছে এবং ভবিষ্যতে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের শুরুতে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। ওই বছরের ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের তৎকালীন কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ডিএমটিসিএলকে চিঠি পাঠান। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হলেও শেষ পর্যন্ত ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর।