মেট্রোরেল স্টেশনে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে ‘রাজত্ব’। সদ্যজাত এ সন্তানের নাম রেখেছেন তার বাবা পুলিশ সদস্য সুকান্ত সাহা। তিনি মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুকান্ত সাহা ও সোনিয়া রানী রায়ের প্রায় চার বছর বয়সী প্রথম সন্তানের নাম রাজবীর সাহা। দ্বিতীয় সন্তান ছেলে হলে প্রথম সন্তানের সঙ্গে মিল রেখে রাজত্ব সাহা নাম রাখবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল। বৃহস্পতিবার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে। শিশুটি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে নবজাতকদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে (এনআইএসইউ) ভর্তি আছে। তার মা ভালো আছেন।

সুকান্ত সাহা রাতে জানান ‘রাজত্বের মা এখন সুস্থ। তবে ছেলেকে এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা চিকিৎসকের অভজারভেশনে (পর্যবেক্ষণ) থাকবে সে।’

মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘মেট্রোরেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা আমাদের বাচ্চার জন্য অনেক কিছু করেছেন।’

পুলিশ সদস্য সুকান্ত সাহা বললেন, স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে ধানমন্ডিতে যাওয়ার জন্যই তাঁরা বের হয়েছিলেন। চিকিৎসকের দেওয়া সম্ভাব্য তারিখ হিসেবে আজই সন্তান প্রসবের তারিখ ছিল। সবচেয়ে বড় কথা, তাঁরা যে বগিতে ছিলেন, সেই বগিতে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক ফেরদৌসী আক্তারও ছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে সুকান্ত সাহা বলেন, ‘মেট্রো থেকে নামতে নামতে স্ত্রী বেশি ব্যথা হচ্ছে বলে জানান। ট্রেন থেকে কোলে করে স্ত্রীকে নামাই। লিফট দিয়ে দোতলায় নামি।

স্টেশনে স্কাউটের সদস্যরা ছিলেন। চিকিৎসক ফেরদৌসী আক্তারসহ সবাই মিলে স্ত্রীকে নিয়ে গেলেন মেডিকেল সেন্টারে। পাঁচ থেকে সাত মিনিটের মাথায় শুনি, ছেলের জন্ম হয়েছে। আজ বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।’ সুকান্ত জানালেন, ৯ই জানুয়ারিতেও মেট্রোতে করেই স্ত্রীকে চিকিৎসকের ফলোআপের জন্য ধানমন্ডিতে নিয়ে গিয়েছিলেন।

পরিবার নিয়ে সুকান্ত সাহা উত্তরায় থাকেন। তিনি জানালেন, অন্তঃসত্ত¡া হওয়ার শুরু থেকেই স্ত্রী ধানমন্ডিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসক হাফিজুর রহমানের তত্ত¡াবধানে ছিলেন। চিকিৎসক স্বাভাবিক প্রসবের আশ্বাস দিয়েছিলেন। আজ ভোর থেকে স্ত্রীর হালকা ব্যথার কথা জানান। তবে বেশি ব্যথা নেই বলে কিছুটা দেরি করে হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন। তবে ব্যথা একটু বাড়তে থাকায় তাঁরা একটি গাড়ি ভাড়া করেন ধানমন্ডির হাসপাতালে যাওয়ার জন্য। গাড়িতে চড়ে ম্যাপে দেখেন, প্রচণ্ড যানজট। তখন সময় বাঁচানোর জন্য মেট্রোতে আগারগাঁও যাওয়ার সিদ্ধান্ত নেন।

উলে­খ্য, বৃহস্পতিবার সকালে, অন্তঃসত্ত¡া সোনিয়া রানী রায় আগারগাঁও স্টেশনে নামার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি একটি ফুটফুটে শিশুর জন্ম দেন। মেট্রোরেলের চিকিৎসক, যাত্রী ও রোভার স্কাউটের এক নারী সদস্যের সহায়তায় সোনিয়া রানী ছেলেসন্তানের জন্ম দেন। পরে মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়।

গত ২৮শে ডিসেম্বর দেশের ইতিহাসে প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর দিয়াবাড়ী (উত্তরা) স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। ওইদিনই দুই শতাধিক ভ্রমণসঙ্গী নিয়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করেন সরকারপ্রধান। পরদিন থেকে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় মেট্রোরেল।