সোমবার অনুষ্ঠিত দেশের ৭টি পৌরসভার নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের জয়ের পাল্লা ভারী। সাতটির মধ্যে ছয়টিতেই বিজয়ী হয়েছে নৌকা। একটিতে জিতেছে স্বতন্ত্র মেয়র প্রার্থী।
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার ৯ হাজার ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত মাহিবুল হোসেন ৫ হাজার ৭১ ভোট পেয়েছেন।
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক। তিনি নৌকা প্রতীকে ৯ হাজার ৮ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল শেখ জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৫৪ ভোট।
যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আরিফ উল্যাহ সরকার। তিনি ১৩ হাজার ৬ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারকেল গাছ) পেয়েছেন ৬ হাজার ৩৪৭ ভোট।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা নির্বচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মোহাম্মদ লোকমান হাকিম প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে জয়ী পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শামীম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন সাত হাজার ৭৭১ ভোট।
শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আউয়াল ‘নারকেল গাছ’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আবদুল আউয়াল পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। নিকটতম আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন দুলাল পেয়েছেন ২ হাজার ৯৯৫ ভোট।
আছোড়া ইউপি চেয়ারম্যান হয়েছেন যারা-
আব্দুল ওয়াদুদ
(আ.লীগ) চেয়ারম্যান মুজিবনগর ইউপি
চরফ্যাশন
আব্দুস সাত্তার
(স্বতন্ত্র) চেয়ারম্যান কসকনপুর ইউপি
জকিগঞ্জা
আজিজুর রহমান (আ.লীগ) চেয়ারম্যান পারখী ইউপি কালিহাতী
জেবর আলী (আ.লীগ বিদ্রাহী) চেয়ারম্যান হরিয়ান ইউপি পবা
জাহেদ আলী
(আ.লীগ) চেয়ারম্যান গোলনা ইউপি জলঢাকা
ছোহরাব আলী (আ.লীগ বিদ্রাহী) চেয়ারম্যান বীরবাসিন্দা ইউপি কালিহাতী
ফারুক হোসেন
(আ.লীগ) চেয়ারম্যান পোনাবালিয়া ইউপি ঝালকাঠি
আজহার আলী (আ.লীগ বিদ্রাহী) চেয়ারম্যান শ্রীরামপুর ইউপি, দুমকি
সিরাজুল ইসলাম (আ.লীগ) চেয়ারম্যান লেবুখালী ইউপি দুমকি
মির্জা হাকিবুর (আ.লীগ) চেয়ারম্যান আন্দুলবাড়িয়া ইউপি জীবননগর