অনেক আশা নিয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছিল ব্রাজিল। বিশ্বকাপের হট ফেবারিটও ছিল তারা। তবে ব্রাজিলের আশা পূরণ হয়নি, কোয়ার্টাও ফাইনাল থেকেই নিতে হয়েছে বিদায়। তাতে সবচেয়ে বেশি আশাহত হয়েছিলেন নেইমার জুনিয়র। তবে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জানিয়েছিলেন তার চাওয়া বন্ধু লিওনেল মেসির হাতে যেন বিশ্বকাপ শিরোপা উঠে।

নেইমারের সে চাওয়া পূরণ হয়েছে। মেসির হাতেই উঠেছে শিরোপা। তাইতো মেসি বিশ্বকাপ জয়ী হওয়ায় তার ছবি টুইট করে বিশ্বের কাছে ভালোবাসার জানান দিলেন পিএসজি সতীর্থ নেইমার জুনিয়র। মেসিকে অভিনন্দন জানালেন বন্ধু নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিরোপা হাতে মেসির ছবি পোস্ট করে নেইমার লিখেছেন অভিনন্দন ভাই। তার এই পোস্ট ভাইরাল হয়েছে বুলেট গতিতে। চিরপ্রতিদ্বন্দ্বীদের হাতে শিরোপা উঠার পরও নেইমারের এ স্ট্যাটাস হৃদয় ছুঁয়ে গেছে ফুটবল ভক্তদের।

নেইমার ও মেসির বন্ধুত্ব শুরু বার্সেলোনা থেকে। এখন এই দুই তারকা একসাথে খেলছেন ফরাসি ক্লাব পিএসজিতে। অনেকেই বলে থাকেন নেইমারের জন্যই মেসি পিএসজিতে পাড়ি জমিয়েছেন।