পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় শাস্তি পেলেন লিওনেল মেসি। তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করল ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্যবসায়িক কাজে অংশ নিতে পিএসজির কাছে অনুমতি চেয়েছিলেন মেসি। কিন্তু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকার আবেদন প্রত্যাখান করা হয়। তা সত্ত্বেও স্ত্রী-সন্তানসহ তিনি সৌদিতে যান। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত।

নিষেধাজ্ঞা চলাকালে প্যারিসিয়ানদের হয়ে অনুশীলন করতে বা খেলতে পারবেন না মেসি। তিনি পাবেন না কোনো বেতন-ভাতাও। নিষিদ্ধ করার পাশাপাশি তাকে জরিমানাও করা হয়েছে। তবে জরিমানার অঙ্কের পরিমাণ জানা যায়নি।

লঁরিয়ার বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে ঝলক দেখাতে পারেনি লিওনেল মেসি। দলের ব্যর্থ হওয়ার দিনে ব্যর্থ ছিলেন মেসিও। লঁরিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারের পর পিএসজি সমর্থকেরা সমালোচনা করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। পিএসজির যখন এই অবস্থা, মন খারাপ মেসির। এমন অবস্থায় সপরিবার সৌদি আরবে গেছেন মেসি।

নিষেধাজ্ঞার কারণে লিগে পিএসজির পরের দুটি ম্যাচে খেলতে পারবেন না মেসি। আগামী ৮ মে তোয়া ও ১৪ মে আজাক্সিওর মুখোমুখি হবে কোচ ক্রিস্তফ গালতিয়ের দল।