গুঞ্জনই অবশেষে সত্যি হলো। মাত্র দুই মৌসুম শেষেই ফরাসি ক্লাব পিএসজির সাথে শেষ হলো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সম্পর্ক। বৃহস্পতিবার মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ ক্রিস্টফ গালতিয়ের।
দুই বছর আগে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে পিএসজিতে নাম লেখান মেসি। তবে প্রথম মৌসুমটা ঠিক মেসির মতো খেলতে পারেননি। যদিও দ্বিতীয় মৌসুমেই ফর্মে ফেরেন এ তারকা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবারের মৌসুমে ২০ গোলের পাশাপাশি করেছেন ২৫টি অ্যাসিস্ট।
তবে বিপত্তি বাধে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলে। এ জন্য সমালোচনার তীরে বিদ্ধ হন আর্জেন্টাইন জাদুকর। এরপর ক্লাবকে না জানিয়ে সৌদি ভ্রমণে গিয়ে হন নিষিদ্ধ। পাশাপাশি সমর্থকদের নিশানায় ছিলেন মেসি। প্রায় প্রতি ম্যাচেই দুয়োধ্বনি শুনতে হচ্ছিল। এমনকি তাকে ক্লাব ছাড়া করতে বিক্ষোভও হয়। তখন অনুমিতই ছিল মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়বেন।
আজ সেই তথ্যই নিশ্চিত করেন পিএসজির কোচ। ক্রিস্টফ গালতিয়ের বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর। পার্ক দে প্রিন্সেসে এটিই (ক্লেরমঁর বনাম পিএসজি) হবে তার শেষ ম্যাচ। আশা করি তিনি উষ্ণ অভ্যর্থনাই পাবেন।’
মেসি প্রসঙ্গে গালতিয়ের আরও বলেন, ‘এ বছর তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। আমি মনে করি না তার ব্যাপারে কোনো মন্তব্য বা সমালোচনা ন্যায়সঙ্গত। তিনি সবসময় দলের জন্য রয়েছেন। পুরো মৌসুমে তাকে সঙ্গ দেয়া সৌভাগ্যের বিষয়।’
কাগজে-কলমে পিএসজির সঙ্গে চুক্তিটা আগামী ৩০শে জুন পর্যন্ত থাকলেও তারও আগে মেসি অধ্যায় শেষ হচ্ছে। আসছে সপ্তাহেই শেষ ম্যাচ খেলেই বিদায় নেবে প্যারিস থেকে।
তবে মেসি কোথায় যাবেন তা এখনো ঠিক হয়নি। তাকে ইতোমধ্যেই প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। স্প্যানিশ ক্লা বার্সেলোনাও সাবেক খেলোয়াড়কে পেতে মরিয়া। তবে মেসি এখনো ঠিক করেননি কোথায় হবে তার গন্তব্য।