পেশির চোটের কারণে লিওনেল মেসি আগেই ছিটকে গিয়েছিলেন। তবে দলে মেসির অভাব বুঝতে দেননি দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ। বদলি নেমে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে সুয়ারেজ এনে দিয়েছেন ৩-১ ব্যবধানের দারুণ এক জয়। মায়ামিতে এসে দারুণ শুরু পাওয়া সুয়ারেজের গোল এখন ৭ ম্যাচে ৬ টি।
অডি ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় ডিসি। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ইন্টার মায়ামি। ২৪তম মিনিটে ব্যবধান ১-১ করেন লিওনার্দো কাম্পানা।
বিরতির পর দেখা যায় সুয়ারেস ম্যাজিক। ৬২তম মিনিটে বদলি হয়ে মাঠে নামেন তিনি। আর ১০ মিনিটের ভেতরই পেয়ে যান গোলের দেখা। কাম্পানার পাস ক্লোজ রেঞ্জ থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।
১৩ মিনিট পর তিন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বার ঘেঁষে শট নেন সুয়ারেস। গোলরক্ষক চেষ্টা করেও তা জালে যাওয়া থেকে আটকাতে পারেননি। ম্যাচের শেষ মিনিটে পেদ্রো সান্তোস লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় ডিসি। এরপর জয় নিয়ে ফিরতে আর কোনো অসুবিধা হয়নি মায়ামির।
এ জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ স্থান ধরে রাখল তাতা মার্তিনোর দল।