লিওনেল মেসির নৈপুণ্যে লিগ ওয়ানে জয়ের ধারায় ফিরেছে পিএসজি। গতকাল (বুধবার) রাতে মোঁপেলিয়েকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত পিএসজি। মেসির ফ্রি কিকে ডি-বক্সে সের্হিও রামোসকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। তবে এমবাপ্পের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান মোঁপেলিয়ে গোলরক্ষক। তবে গোলরক্ষক শটের আগে লাইন ছেড়ে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টির সুযোগ পায় তারা। তবে ফিরতি শট গোলবারের বাইওে দিয়ে মারেন ফরাসি স্ট্রাইকার। এরপর ১৭তম মিনিটে রামোসের হেড চলে যায় গোলপোস্টেও বাইরে দিয়ে।
২১তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ের এমবাপ্পে। ৩৪তম মিনিটে মেসি গোল করলেও তা বাতিল হয় অফসাইডে। ফলে প্রথমার্ধ শেষ গোল শূন্যভাবে।
দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে আশরাফ হাকিমির গোল বাতিল হয় অফসাইডে। তবে মিনিট তিনেক পর কোনো ভুল করেননি ফ্যাবিয়ান রুইজ। দারুণ এক শটে এগিয়ে নেন পিএসজিকে। ৬২তম মিনিটে ভিতিনিয়ার শট ব্যর্থ হয় পোস্ট লেগে। এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
ম্যাচের ৮৯তম মিনিটে আলভারো মাভিডিডির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন। যোগ করা সময়ে জায়ার-এমেরির গোলে জয় নিশ্চিত হয় পিএসজির।
২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে মার্সেই।