আগামীকাল রোববার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিবেন নরেন্দ্র মোদি। এতে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকটি দেশের প্রধানরা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক। এছাড়াও, মরিশাস এবং মলদ্বীপের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল ৯ই জুন ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর কাছে শপথ গ্রহণ করবেন মোদি। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শপথ গ্রহণের আগে রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাতে যাবেন মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা১৫ মিনিটে শপথ নেবেন মোদি। বিজেপি সূত্রে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই বিজেপি সভাপতি জেপি নাড্ডা এনডিএ শরিকদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করেছেন।
ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে চারশো আসনের স্লোগান তুললেও ২৪০টি আসন পেয়েছে বিজেপি। যে কারণে সরকার গঠনে শরিকদের সহায়তা নিতে হচ্ছে তাদের। সরকার গঠনে তাদের আরও ৩২টি আসনের প্রয়োজন তাদের। সেখানে বিজেপিকে নির্ভর করতে হচ্ছে টিডিপির ১৬টি, জেডি(ইউ) ১২, শিবসেনার ৭ এবং রাম বিলাসের ৫টি আসনের ওপর।