সময়টা একেবারেই ভালো কাটছে না প্যারিস সেইন্ট জার্মেইর। দলের অন্যতম সেরা দুই তারকা কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি চোটে পড়ে মাঠের বাইরে। আর এমন সময়েই টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল পিএসজি। অলিম্পিক মার্সেইর কাছে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নেওয়ার পরের ম্যাচে লিগ ওয়ানে এএস মোনাকোর কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে পিএসজি। মোনাকোর হয়ে জোড়া গোল করনে বেন ইয়াডের আর একটি গোল করেন গোলোভিন। পিএসজির হয়ে একটি গোল শোধক রেন যাইরে এমরে।

গত সপ্তাহে মার্সেইয়ের কাছে হেরে ফরাসি কাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ধাক্কা কাটিয়ে উঠবে কী, উল্টো ১৮ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে পিএসজি।

চতুর্থ মিনিটে এগিয়ে যায় মোনাকো। ডি-বক্সে জটলার মধ্যে থেকে শটে গোলটি করেন রাশিয়ার মিডফিল্ডার আলেকসান্দার গোলোভিন।

চতুর্দশ মিনিটে বিপদ হতে পারত আবার। কাছ থেকে কাইয়ো হেনরিকের ডাইভিং হেড ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন দোন্নারুম্মা।

চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। পিএসজির ডিফেন্ডার চাদিয়েল বাতশিয়াবুকে বক্সের বাইরে ট্যাকল করে বল কেড়ে নেন ক্রেপিন দিয়াতা আর কোনাকুনি শটে জালে পাঠান উইসাম বেন ইয়েদের।

২৭তম মিনিটে বেন ইয়েদেরের জোরাল শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন দোন্নারুম্মা। পরের মিনিটে প্রথম উলে­খযোগ্য সুযোগ পায় পিএসজি। মার্কিনিয়োসের প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার।

৩৯তম মিনিটে ব্যবধান কমায় পিএসজি। কার্লোস সলের বক্সের বাম দিকে পাস দেন হুয়ান বের্নাতকে। তার পাস অন্য পাশে ফাঁকায় পেয়ে জালে পাঠান মিডফিল্ডার এমেরি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বেন ইয়েদেরের দ্বিতীয় গোলে লিড আবার দুই গোলে নিয়ে যায় মোনাকো। সতীর্থেল থ্রু বল বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন অভিজ্ঞ ফরাসি স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে দাপট অব্যাহত রাখে মোনাকো। ৬১তম মিনিটে হেনরিকের ক্রসে বেন ইয়েদেরের হেড ফিরিয়ে দেন দোন্নারুম্মা, যদিও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

৭৪তম মিনিটে গোলোভিনের শট পিএসজির ডিফেন্ডার সার্জিও রামোসের পায়ে লেগে দিক পাল্টে জালের দিকে যাচ্ছিল, আবারও দলের ত্রাতা দোন্নারুম্মা। যোগ করা সময়ে মিনামিনোর শট গোললাইন থেকে পা দিয়ে ফেরান তিনি।

২৩ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া পিএসজি ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে উঠে এসেছে মোনাকো।