রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সুপারশপে ডাকাতির ঘটনায় প্রধান আসামি আসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়া ছিনতাই চক্রে জড়িত সন্দেহে আরও ৪৫জনকে আটক করা হয়েছে। যাদের অধিকাংশ কিশোর গ্যাংয়ের সদস্য। সম্প্রতি মোহাম্মদপুরে ডাকাতি ও ছিনতাইসহ বেশ কয়েকটি ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ করে স্থানীয়রা।

পুলিশ বলছে, জনজীবনে স্বস্তি ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে।

গেল শুক্রবার মোহাম্মদপুরের বসিলা এলাকায় দিনে-দুপুরে এভাবেই মিনি সুপারশপে ঢুকে ডাকাতি করে একটি চক্র। অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় ব্যবসায়ীকে। লুট করা হয় টাকা।

একই দিন সন্ধ্যায়, বসিলা ঢাকা উদ্যানে ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ওপর হামলা করে। ছিনতাই ও লুট করে নিয়ে যায় টাকা ও মূল্যবান জিনিসপত্র। যাতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী। সেই সুপারশপে ডাকাতির মূল আসামি আসলামকে গ্রেফতার করে যৌথ বাহিনী। একই সাথে ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে আরও ৪৫জন আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, মোহাম্মদপুরে সম্প্রতি অপরাধ কর্মকাণ্ড বেড়েছে। যা নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

সম্প্রতি মোহাম্মদ এলাকা থেকে ২৭টি কিশোর গ্যাংয়ের ১৯৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এছাড়া ৫ই আগষ্টে লুট হওয়া পুলিশের ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।