মৌলভীবাজারে পানিতে ডুবে যমজ দুই শিশু মারা গেছে। আজ (রোববার) ভোরে মৌলভীবাজার কুলাউড়ার উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার সন্তান।

নিহত শিশুরা হলেন, রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)।

পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোরে শিশুদের বাবা বাচ্চু মিয়া স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে বাইরে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে রাদিয়ান ও রাইয়ানকে ভাসতে দেখেন তিনি। পরে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের চাচা বাদশা মিয়া জানান, তার ভাইয়ের স্ত্রী রিমা বেগম মানসিক ভারসাম্যহীন। শিশুদের দেখভাল করতে না পারায় তারা পানিতে ডুবে মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য রিমা বেগমকে আটক করা হয়েছে। শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।