হাঁড় কাঁপানো শীত এখন চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শীতে জবুথবু সব বয়সী মানুষ। বইছে মাঝারি শৈত্যপ্রবাহও। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। আজ শুক্রবার সকালে আবাহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

সহকারী আবাহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, ‘ শ্রীমঙ্গলে আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রংপুর বিভাগ ও রাজশাহীসহ দেশের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বইছে।’

কয়েকদিন থেকে দুপুরের আগে সূর্যের দেখা মেলে না। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হন না ঘর থেকে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশি হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পরেছেন।

কয়েকটি জেলা-উপজেলায় কনকনে বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরে পড়া ঘন কুয়াশা শীতকে আরও বাড়িয়ে তুলছে। এতে দুর্ভোগে পড়েছে  নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে ভোর থেকে ঘন কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ভারীযানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

নিন্মআয়ের এসব মানুষেরা জানান, শীতে পানি দিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়। পানির কাজ করলে মনে হয় বরফ ধরছি। এমন অবস্থায় কাজ করতে প্রচুর কষ্ট হয় আমাদের।