প্রায় প্রতি ম্যাচেই নিজেকে ধীরে ধীরে পুরোদস্তুর একজন অলরাউন্ডার হিসেবে গড়ে তুলছেন মেহেদী মিরাজ। আজ শনিবার আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করে জিতিয়েছেন বাংলাদেশকে।
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে বল করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়েছেন মিরাজ।৩ নম্বরে ব্যাট করতে নেমে ৭৩ বলে ৫ চারে করেছেন ৫৭ রান। খুব স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মিরাজই।
বিশ্বকাপের প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব মিরাজ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান আর টিম ম্যানেজমেন্টকে।
তিনি বলেছেন, ‘আমার জন্য অসাধারণ মুহূর্ত। গত কয়েক মাস খুব পরিশ্রম করেছি। কৃতিত্ব টিম ম্যানেজমেন্টকে দেব। তারা আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমি আটে ব্যাট করলেও আমাকে টপ অর্ডারে সুযোগ দিয়েছেন। আলাদা করে অধিনায়ককেও কৃতিত্ব দিতে হবে। উনি আমাকে ধারাবাহিক পারফরম্যান্স করার তাগিদ দিয়েছেন।’