ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতের খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের ব্রামাল লেন স্টেডিয়ামে ম্যান ইউ ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক শেফিল্ড ইউনাইটেডকে।

এদিন শেফিল্ড ইউনাইটেডর মাঠে শোকের আবহে খেলতে নামে ইউনাইটেড।ম্যাচ শুরুর ঘন্টা কয়েক আগে খবর আসে ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম বব চার্লটন আর নেই।বিশ্বকাপ জয়ী এই তারকার জন্য ম্যাচটি জিততে মরিয়া ছিল ইউনাইটেড।

২৮ তম মিনিটে ম্যাকটোমিনের গোলে লিড নেয় ইউনাইটেড। তবে ছয় মিনিট পরে সফল স্পট কিকে স্বাগতিকদের ম্যাচে ফেরান ম্যাকব্রুইন।১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আধিপত্য ধরেরাখা ইউনাইটেডকে ৭৭তম মিনিটে ২৫ গজ দূরে থেকে দূরপাল্লার অসাধারণ এক বাঁকানো শটে জয়সূচক গোলটি এনে দেন ড্যালোট।

স্বস্তির এই জয়ের পর ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে এরিক টেন হেগের দল।সমান সংখ্যক ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ম্যানচেস্টার সিটি।