সাম্প্রদায়িক অপশক্তিদের সকল যড়ষন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে তরুণ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ নেতারা। আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারা।
আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সম্মেলনে এসব কথা বলেন নেতারা। দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ড, হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড, কলাবাগান থানার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের সম্মেলন আয়োজন করা হয় ধানমন্ডি ৩২ নম্বরে।
এ সময় প্রধান অতিথীর বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি জামায়াতের সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি করার লক্ষ্যে। জনরায় নিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রমাণ করা হবে।
এছাড়া, বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কর্মীদের সংগঠন করতে আসতে হবে। কারণ তিলে তিলে গড়ে ওঠা এই সংগঠন কোন ভোগ বিলাসের জায়গা নয় বলেও জানান তিনি।