জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তার সঙ্গে বঙ্গভবনে যান বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য রাহগির আল মাহি এরশাদ সাদ ও অধ্যক্ষ রওশন আরা মান্নান। এ সময় তাদের সঙ্গে রওশন এরশাদের মুখপাত্র কাজী মো. মামুনুর রশীদও ছিলেন।
বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন রওশন এরশাদ। তিনি বলেছেন, নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। পাশাপাশি রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন।
রাষ্ট্রপতির কাছে রওশন এরশাদ মনোনয়ন পত্র জমার শেষ দিন ৩০শে নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে দেওয়ার কথাও বলেছেন বলে জানান মসিউর রহমান। তিনি বলেন, ওইদিন (৩০শে নভেম্বর) আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র জমা দেয়ারও শেষ দিন। সে কারণে মনোনয়ন পত্র জমা দু-এক দিন পিছিয়ে দেয়ার কথাটি বলেছেন রওশন এরশাদ।
মসিউর রহমান বলেন, রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে তাঁদের জানিয়েছেন।