যশোরে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। আজ (রোববার) যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ফারজানা সুমি, জোহরা বেগম ও রিকশাভ্যানের চালক (নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি)।
আহত হয়েছেন নিহত জোহরার স্বামী যশোর সদরের গোবরা গ্রামের আমজাদ হোসেন ও নিহত সুমির স্বামী যবিপ্রবির শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি ট্রাক বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইটভাটার সামনে একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো দুইজন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।