যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে। সোমবার (৩০শে মে) দুপুর ১ টার সময় দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই তিন শিশু শ্রীরামপুর গ্রামের হারুনের মেয়ে তমা, কামরুলের মেয়ে সুসাইয়া ও সাইফ মোল্লার ছেলে হুসাইন মোল্লা।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন জানান, ওই তিন শিশু দুপুরে বাড়ির পাশে খেলা করতে যায়। পরে কারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পাড়ে তাদের জুতা পরে থাকতে দেখে স্বজনরা। এসময় স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে পানিতে নেমে খোঁজাখুঁজি করলে পর্যায়ক্রমে তিন শিশুকে উদ্বার করা হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।