যশোর সদরে বাস ও ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত হয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭) ও একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘতনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। তারা হলেন-খাদিজার মা সোনিয়া খাতুন (৪৪), নয়ন হোসেন ৩৫ ও ফাহিমা খাতুন (৬ মাস)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর থেকে রয়েল পরিবহনের একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবোঝাই একটি ইজিবাইক বাঘারপাড়া থেকে যশোরের দিকে আসছিল। এ সময় বাসের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে আনার পর সেখানে আরো ৪ জন মারা যান।

বাসটি জব্দ করা হয়েছে। শিগগিরই বাসের চালক ও সহকারীকে আটক করা হবে বলে জানান তিনি।